Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ক)  পাট উৎপাদন, পাট শিল্প স্থাপন ও পাট ব্যবসাকে সুসংহত করতে ১৯৫৩ সালে জুট বোর্ড গঠন।

খ)  জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৩ সালের এপ্রিলে জুট বোর্ড বিলুপ্ত এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে পাট বিভাগ সৃষ্টি হয়।

গ)  ১৯৭৬ সালে স্বতন্ত্র পাট মন্ত্রণালয় এবং এর অধীনে সংযুক্ত দপ্তর হিসেবে পাট পরিদপ্তর সৃষ্টি হয়।

ঘ)  ১৯৭৮ সালে পাট পণ্য পরিদর্শন পরিদপ্তর সৃষ্টি হয়।

ঙ)  ১৯৯২ সালে পাট পরিদপ্তর ও পাট পণ্য পরিদর্শন পরিদপ্তর কে একীভূত করে পাট অধিদপ্তর গঠিত হয়।